এর আগে ইবন সিনার ভূবিজ্ঞান নিয়ে একটা পর্ব হয়েছে। [i] এবারো আমরা ইবন সিনার মূল এক্সপারটিজঃ মেডিসিন আর ফিলসফিতে যাবো না। কথা হবে তার ফিজিক্স নিয়ে। তখন মুসলিম বিশ্বে গতির দুইটা থিওরি ছিলঃ একটা অ্যারিস্টটলের, আরেকটা জন ফিলোপোনাস এর। [ii] ইবন সিনা জন ফিলোপোনাসের টা গ্রহণ করেন আর তা ডেভেলাপ করেন। জন বুরিদানের ইমপিটাস থিওরিঃ কোন বস্তুকে কেউ বল দ্বারা চলমান করলে সে বল প্রয়োগ না করতে থাকলেও একটা বল বস্তুটিকে চলমান রাখে যতক্ষণ না অন্য কোন কিছু তাকে বাধা দেয়। [iii] ইমপিটাস থিওরি হল নিউটনের ল অফ ইনারশিয়া মানে তার গতির সূত্রের প্রথমটার পূর্বরূপ। এটা গ্যা…
মুলঃ ফয়সাল মালিক বিসমিল্লাহির রাহমানির রাহিম Generation Islam নামের ২০০৯ সালের একটা CNN ডকুমেন্টারির এক অংশে পাকিস্তানের ইসলামী শিক্ষার ব্যাপারে বলা হয়, অনেক মাদরাসা ইসলামের এমন এক ভার্সন শিক্ষা দেয় যা অতিতে আটকে আছে। শিক্ষার্থীদের গণিত বা বিজ্ঞান পড়ানো হয় না বললেই চলে… ডক্যুমেন্টারিতে পরবর্তীতে এক NGO কর্মীর প্রশংসা করা হয় এ বলে যে, …পাকিস্তানের মাদরাসাগুলোকে মডার্নাইজ করার সংগ্রামে… [1] ডক্যুমেন্টারিতে মাদারিস [2] এর এমন চিত্র প্রদর্শন করা হয়, যেন সেটা প্রি-মডার্ন মুসলিম কালচারের একটা অংশঃ অতীত কালে আটকা পড়া, বর্তমানের সাথে সম্পর্কহীন,…
ব্লগটি সদ্য উন্মোচিত হয়েছে। কিছু ত্রুটি থাকতে পারে, যা ইনশা আল্লাহ শীঘ্রই ঠিক করা হবে।