আবুল হাসান আলী নাদউই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরেছেন। [1] যে সময় মুসলিম বিশ্বে কোলোনাইজেশন, শুরু হয়েছিল, ঠিক সেই সময় ‘আলিমদের উচিত ছিল ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান আর ডাচ (উনার মতে এই চারটা) ভাষায় ইসলামের প্রত্যেক ফিল্ডের (একটা ‘ইত্যাদি’র সাথে দশটার নাম নিয়েছেন) বই লিখে উড়িয়ে ফেলা। সেরকম হলে তারা মুসলিমদের বোঝার জন্য যখন ইসলাম স্টাডি শুরু করতো, তখন মুসলিমদের লেখা বইয়ের উপর ভিত্তি করেই এগিয়ে যেত। নিজেদের থেকে গবেষণা করে সমস্যা সৃষ্টি করতো না। একটা ওরিয়েন্টালিস্টিক পরিবেশ সৃষ্টি হত না। কিন্তু আলেমসমাজ কি করেছেন? “এসব কাফিরদের ভাষায় আমরা লিখি ন…
১৮৭৫ সাল থেকে ১৯৮১ সালের মাঝে মুসলিমদের লিখিত ইসলাম নিয়ে লেখা বইয়ের একটা সাজেশন। যদিও এর পরের চল্লিশ বছরেই মুসলিমরা ইংলিশে ইসলাম নিয়ে আরও অনেক অনেক বেশি বই লিখে ফেলেছেন, তবু, পড়ার জন্য না হলেও অ্যাট লিস্ট আবুল হাসান আলী নাদউইর দেওয়া লিস্টটা জানার জন্য ভালো। আবুল হাসান আলী নাদউই যেসব বইয়ের বেশি প্রশংসা করেছেন, সেসব বই উপরে রাখা হয়েছে। তিনি বই গুলো নিয়ে কথা বলেছেন লেখকদের কেন্দ্র করে। তাই লেখকদের নাম আগে রাখা হল। · Muhammad Asad: Islam at the crossroads ; the Road to Mecca · Maryam Jamila: Islam versus the west ;…
ব্লগটি সদ্য উন্মোচিত হয়েছে। কিছু ত্রুটি থাকতে পারে, যা ইনশা আল্লাহ শীঘ্রই ঠিক করা হবে।
Social