আমরা অনেকেই রেনে দেকার্ত কে গণিতবিদ হিসেবে জানি। কিন্তু তার মূল পরিচয় ছিল দার্শনিক হিসেবে। জীবনে এক সময় ভেবে বসেন, তিনি যা কিছু বিশ্বাস করেন, তার সত্যতা কতটুকু? এমন কি এ পর্যন্ত চিন্তা করেন যে তিনি যে সত্যিই বাস্তব কিছু, তার প্রমাণ কই? দেকার্ত এর বিশ্বাস গুলোকে তুলনা করা যায় এক ঝুরি আপেলের সাথে। তিনি তার প্রতিটি বিশ্বাস এর উপর সন্দেহ পোষণ করে সমস্ত আপেল ফেলে দিলেন। এম্পিরিসিযম বা ইন্দ্রিয় বুঝ এর মাধ্যমে বিশ্বাসও তার কাছে ঠুনকো লাগে। চিন্তা করতে করতে তিনি পেয়ে গেলেন, Ah-ha! তিনি বুঝে গেলেন যে সত্যিই তিনি আছেন; একটি বাস্তব বস্তু। …
ব্লগটি সদ্য উন্মোচিত হয়েছে। কিছু ত্রুটি থাকতে পারে, যা ইনশা আল্লাহ শীঘ্রই ঠিক করা হবে।
Social