আল্লামা ইকবাল এর ওয়েবসাইটে দেখতে পেলাম বি বি রবিনসন একটি আর্টিকেলে দাবী করেছেন যে উমার খাইয়াম ইতিহাসের প্রথম অস্তিত্ববাদী[১] । সাথে দিয়ে বস্তুবাদী নাস্তিক ছিলেন। পরবর্তীতে দেখতে পেলাম বিভিন্ন ইংরেজি নাস্তিক ওয়েবসাইটেও তাকে নাস্তিক বলে ঘোষণা দেওয়া হচ্ছে। বাংলা নাস্তিক ওয়েবসাইটেও বলা হচ্ছে। প্রমাণ স্বরূপ দেওয়া হচ্ছে তার কবিতার (রুবাঈ) কিছু লাইন। ফিলিপ কে হিট্টিও আবার তাকে মুক্তমনা বলছেন![২] চলুন, তার কবিতার ইংরেজি অনুবাদ হতে কিছু অংশ দেখে নিইঃ The temple I frequent is high, A Turkish-vaulted dome--the sky, That spans the world with…
ব্লগটি সদ্য উন্মোচিত হয়েছে। কিছু ত্রুটি থাকতে পারে, যা ইনশা আল্লাহ শীঘ্রই ঠিক করা হবে।
Social