হন্তদন্ত হয়ে ক্লাস রুমে ঢুকলাম। “কিরে, তুই কালকে আসিস নি কেন? মারতে পারলাম না তোকে!” তারিকের মশকরা। তবে তার কথায় কান না দিয়ে আমি সিনানকে গিয়ে ধরলাম, “সিনান! গতকাল কী হয়েছে জানিস?” “তুই না বললে ও কীভাবে জানবে?” হেসে বলল তারিক। “গতকাল আমি আমাদের ঘরের পুরনো বুকশেলফটা পরিষ্কার করছিলাম। আর তখনই একটা বই আমার হাতে আসে। আমার মনে পড়ে ছোটবেলায় বইটা অনেক পড়েছি, আমার জীবনে পড়া সেরা এক বই এটা। বইটার নাম ‘আজব শিশু’। কোনো সময় বইটার লেখকের নাম দেখিনাই, কিন্তু কালকে খেয়াল করলাম, ইবনে তোফায়েল আন্দালুসি। ইবনে তোফায়েল ঠিকাছে, কিন্তু আন্দালুসি? আন্দালুস…
আমাদের ক্লাসের ফার্স্টবয়ের নাম আভণীশ, আভণীশ সরকার। এক সময় ভালো বন্ধু ছিল। ক্লাস সিক্স থেকে তেমন কথা বলে না। সেভেন থেকে একদম পাত্তাই দেয় না। পার্থক্যটা কী, কোনোসময় বুঝে উঠতে পারিনি। সে সময় কী হয়ে গেল তার, কী কারণে বন্ধুত্ব শেষ করে দিল। কিছু ভালো দক্ষতাসম্পন্ন ছেলেদের বড় হলে কিসের রোগে ধরে তা কখনোই বুঝতে পারিনি। আজ চতুর্থ ক্লাসের পর ছুটি হয়ে যাওয়ার কথা। যথারীতি হয়ে গেল। কিন্তু স্যার চলে যাওয়ার পর আভণীশ এসে আমাদের বেঞ্চের সামনে দাঁড়াল, “সিনান, ভালো প্রতিভাধর ছেলে ছিলি। কী ইসলামের ইতিহাস পড়ে সময় নষ্ট করছিস, সাথে দিয়ে আছে রোবট আর তারিকের মতো কি…
ব্লগটি সদ্য উন্মোচিত হয়েছে। কিছু ত্রুটি থাকতে পারে, যা ইনশা আল্লাহ শীঘ্রই ঠিক করা হবে।
Social