ইসলামী আর্কিটেকচার ও ইউরোপ (অত্যন্ত সংক্ষিপ্ত)




ক্যারোলিঙ্গিয়ান সময়ে (৭৫০ – ৯৮৭ AD) ইউরোপের সবচেয়ে বড় বিল্ডিং গুলোরও অত্যন্ত ছোট আকারের ছাদ থাকত।[১] মধ্যযুগের প্রথম দিককার চার্চসমূহের ছাদ বানানো হত কাঠ দিয়ে যেখানে সর্বদা আগুন লাগার সম্ভাবনা লেগে থাকত।[২] ছাদ বানানো ছিল ইউরোপিয়ান আর্কিটেকচারের বিশাল সমস্যা। [৩] ১২শ শতকের আগের কোন দুর্গই আজ পর্যন্ত টিকে নেই।[৪]

১১শ শতকের শেষের দিকে হঠাৎ করে ইউরোপে বোম ফাটে। লরেন্স ক্রাউস এর something from nothing হয়ে যায় সেখানে। ইংল্যান্ড এর নরম্যান শাসন এর সময়ে সবচেয়ে বেশি আর্কিটেকচারাল ডেভেলাপমেন্ট ঘটে। যেথায় এর আগে মাত্র একটি পাথরের বানানো বাড়ি ছিল! এক অলৌকিক কাণ্ড।[৫] উইল ড্যুর‍্যান্ট বলেন, এসব দালান-অট্টালিকা কোন নাম না, এগুলো এক একটা মাস্টারপিস।[৬] সাধারণ মানুষের সাধারণ মস্তিষ্ক চিন্তা করে দেখুন তো একবার, যেখানে একটা ইটের বানানো বাড়ি ছাড়া বাকি সব ভঙ্গুর দালানকোঠা ছিল, একটা ভালো মানের আর্কিটেক্টও যেখানে ছিল না, সেখানে মাত্র ১০০ বছরের মাথায় অসংখ্য ওয়ার্ল্ডক্লাস বাড়ি কিভাবে তৈরি হয়ে যায়? তাও আবার এক সাথে সমগ্র ইউরোপে?

উইল ড্যুর‍্যান্ট মজা করে বলেছেন, আর কিছু হোক আর না হোক, এটা তো অন্তত নিশ্চিত যে চার্চের পাদ্রীরা এসব বানায় নি! তো বানাল টা কে? তিনি আরেকটু এগিয়ে গিয়ে উত্তর টি দিলেনঃ শুধুমাত্র মুসলিম স্পেইনের আর্কিটেক্ট এর নাম আছে ১৩৭টি।[৭] জেরুসালেম জয় এর মাত্র ৫ বছরের মাথায় পশ্চিমের প্রথম ribbed vault বানানো হয়। আগে বানায় নি কেন? মুসলিমদের থেকে মেরে দিয়েছে আরকি![৮] ইট-সংক্রান্ত স্থাপত্য শিল্পের চরম উন্নয়ন পশ্চিমে হয়েছে পূর্বের কারণে।[৯]

আধুনিক আর্কিটেকচারে পয়েন্টেড আর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সর্বপ্রথম আবিষ্কার করেন মুসলিম আর্কিটেক্টরা।[১০] পয়েন্টেড আর্ক, রিব্‌ড ভল্ট ও বিশাল জানালা – এসব গথিক আর্কিটেকচারের মেইন বৈশিষ্ট্য। গথিক আর্কিটেকচার ১২-১৬শ শতক পর্যন্ত ইউরোপে জনপ্রিয় ছিল। এই গথিক আর্কিটেকচারের ব্যাপারে স্যার ক্রিস্টোফার রেন বলেছেন যে একে Saracen Architecture বলা উচিত![১১]

ইতিহাসবিদ ভাসারি তো বলেছেন যে গথিকরা নিজেরাই পয়েন্টেড আর্ককে ঘৃণা করত![১২] স্যার রেন বলেন যে গথিকরা বিল্ডার ছিল না; তারা ছিল ধ্বংসকারী।[১১] একসময়কার ফ্রান্সের কামব্রাই এর আর্কবিশপ, ফেনেলনও বলেন যে গথিক আর্কিটেকচার মুসলিমদের থেকে এসেছে।[১২]

Horseshoe arch, Intersecting arch, Pointed arch, Multi-Foil arch, Ogee arch সব গুলোর ইউরোপে এসেছে মুসলিম বিশ্ব হতে। দুর্গের মধ্যে Loophole, Barbican, Bonding Column, Machicolation, Battlement মুসলিমদের থেকে নেওয়া।[১৩]

স্যার ক্রিস্টোফার রেন ইংল্যান্ড এর ইতিহাসের সবচেয়ে সেরা আর্কিটেক্টদের একজন। সারাজীবনই তিনি মুসলিমদের প্রশংসা করে গিয়েছেন। নিজে বিশালভাবে মুসলিমদের থেকে অনুপ্রাণিত ছিলেন। সহজ ভাষায় বলতে গেলে ১৭শ শতাব্দী পর্যন্ত বানানো ইউরোপের (বিশেষ করে ইংল্যান্ড) এর আর্কিটেকচার হল ইসলামিক আর্কিটেকচার 

Notes:
1. J. Harvey: The Development of Architecture, in The Flowering of the Middle Ages; ed., J. Evans; Thames and Hudson; 1985; pp. 85-106.; at p: 85
2. G. Wiet; V. Elisseeff; P. Wolff; and J. Naudu: History of Mankind; Vol 3: The Great Medieval Civilisations; tr., from French; G Allen & Unwin Ltd; UNESCO; 1975; p: 357
3. Ibid
4. Ibid
5. N.F. Cantor, Inventing the Middle Ages (The Lutterworth press, Cambridge, 1991) p: 270
6. W. Durant: The Age of Faith, Simon and Shuster, New York; 6th printing; 1950; p: 871
7. Ibid, 864
8. J. Harvey, The Master Builders: Architecture in the Middle Ages (Thames and Hudson London: 1971), p: 28-9
9. R. Schnyder, Islamic Ceramics: A source of Inspiration for Medieval European Art; in Islam in the Medieval West; S. Ferber edition; p: 34
10. R. Lewcock: Architects, Craftsmen and Builders: Materials and Techniques; in G. Michell ed., Architecture of the Islamic World; Thames and Hudson; London; 1978; pp. 129-43.
11. Christopher Wren, History of Westminster Abbey  in B. Fletcher A History of Architecture: 18th edition, revised by J. C. Palmes (The Athlone Press, 1975) p: 415
12. P. Frankl, The Gothic (Princeton University Press, 1960)
13. 1001 Inventions

Sources:
1. S. E. al-Djazairi, The Hidden Debt to Islamic Civilization (MSBN Books, 2018)
2. Salim T. S. al-Hassani (edt), 1001 Inventions: The Enduring Legacy of Muslim চিভিলিয়াযাতিওন. Reference (4th Edition) Annotated, Text Only, 2017.
3. S. E. al-Djazairi. "The Impact of Islamic Science and Learning on England" Muslim Heritage.

Post a Comment

0 Comments