Suicide: একটি সংক্ষিপ্ত হিসাব

(Download the PDF for references: https://drive.google.com/open?id=15mHNRwuwChcel061eX2FuoNAaDg68VWT)

·      ১৫ থেকে ২৪ বছর বয়সিরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে। [৩ - ২০১৪]
·      ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে অ্যামেরিকায় আত্মহত্যার হার ৩০% বৃদ্ধি পেয়েছে। [৮ – ২০১৬]
·      ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে নারীদের আত্মহত্যার হার ৫০% বৃদ্ধি পেয়েছে। [৮ – ২০১৬]
·      ২০১৫ সালে অ্যামেরিকায় ৫ লাখ ৭৫ হাজার জন নিজেকে নিজে আহত করে হাসপাতালে ভর্তি হয়। [২ – ২০১৭]
·      ২০১৫ সালে আত্মহত্যা ও নিজেকে আহত করার প্রবণতার কারণে অ্যামেরিকার ৬৯ বিলিয়ন ডলার খরচ হয়। [২ – ২০১৭]
·      ২০১৭ সালে ৪৭,১৭৩ জন অ্যামেরিকায় আত্মহত্যা করে। [২ – ২০১৭]
·      ২০১৭ সালে অ্যামেরিকায় ১৪ লাখ আত্মহত্যার প্রচেষ্টা চালানো হয়। [২ – ২০১৭]
·      ২০১৭ সালে করা একটি হিসাবে দেখা গেছে, ৯-১২ শ্রেণীতে পড়ুয়া ছাত্রদের ৭.৪ শতাংশ জিজ্ঞেস করার আগের ১২ মাসের মধ্যেই একবার না একবার আত্মহত্যার চেষ্টা করেছিল। [২ – ২০১৭]
·      ২০১৭ সালে প্রতিদিন গড়ে ১২৯ জন অ্যামেরিকায় আত্মহত্যা করে। [২ – ২০১৭]
·      ২০১৭ সালে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড এ ৬,২১৩ টি আত্মহত্যা হয়। []
·      ২০১৭ সালের হিসাবে, যুক্তরাজ্যে ৯০+ বয়সীদের মধ্যে প্রতি লাখে ৯ জন আত্মহত্যা করে, সংখ্যায় ৫২ জন। ১০-১৪ বছর বয়সীদের মধ্যে ১৬ জন ২০১৭ সালে আত্মহত্যার পথ বেছে নেয়। []
·      ২০১৮ সালে ব্রিটেনে আত্মহত্যা ঠেকানোর জন্য মন্ত্রী নিয়োগ করা হয়।
·      ৬৫০০০ এর মধ্যে ১ জন ১০-১৪ বছরের শিশু আত্মহত্যা করে। [৩ - ২০১৪]
·      অ্যামেরিকায় ক্রমাগত আত্মহত্যার হার বাড়ছে। [২ – ২০১৭]
·      অ্যামেরিকায় বিভিন্ন জাতির মাঝে শ্বেতাঙ্গরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে। বিদ্যালয়ে পড়া অবস্থায় আত্মহত্যার চেষ্টা কৃষ্ণাঙ্গদের মাঝে বেশি। [২ – ২০১৭]
·      অ্যামেরিকার ১৬.৫% আত্মহত্যা মদ্যপান সম্পর্কিত। [১ – ২০১১]
·      আত্মহত্যা (আন্তর্জাতিকভাবে) মৃত্যুর ১০ নং কারণ। [১ – ২০১১]
·      আত্মহত্যার রেট সবচেয়ে বেশি ইউরোপে এবং সবচেয়ে কম ভূমধ্য পূর্বে, যেখানে সাইপ্রাস বাদে বাকি সবকটি মুসলিম কান্ট্রি। [৫ - ২০১৬]
·      আত্মহত্যার সংখ্যা বছরে সবচেয়ে বেশি লিথুয়ানিয়ায় আর সবচেয়ে কম ওয়েস্ট ইন্ডিজ এ। [৫ - ২০১৬]
·      এইডস দ্বারা যে পরিমাণ মৃত্যু হয়, তা থেকে প্রায় দিগুণ বেশি মৃত্যু হয় আত্মহত্যার কারণে। [৩ - ২০১৪]
·      এক রিপোর্ট অনুযায়ী, চুয়াডাঙ্গায় প্রতি বছর লাখে প্রায় ১২৯ জন আত্মহত্যা করে। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুর আমাদের দেশের  সবচেয়ে আত্মহত্যা প্রবণ অঞ্চল। [৭]
·      কিছুক্ষেত্রে, আত্মহত্যা জাপানে অত্যন্ত সম্মানিত। যেমনঃ যুদ্ধে (নিজ দেশের জন্য) সুইসাইড বম্বিং। [১১ – ২০১৯]
·      কোন মুসলিম দেশে ০% আত্মহত্যা হার নেই। সর্বনিম্ন মিশর, ০.১%[ – ২০০৯]
·      গত ৫০ বছরে আত্মহত্যা ৬০% বৃদ্ধি পেয়েছে, মূলত শিল্প প্রধান দেশসমুহে। [১ – ২০১১]
·      টপ টেন এর মধ্যে একটি মুসলিম দেশ রয়েছে, যা কাযাখস্থান (ইউরোপিয়ান) [৫ - ২০১৬]
·      কাযাখস্থান এর পর কিরগিস্থান ও সুদান প্রথম মুসলিম কান্ট্রি যা লিস্টে আসে। এ দুটো  ৮৫-৯০ এর ভিতর। আগে দিয়ে সুইডেন, নিউজিল্যান্ড, শ্রী লঙ্কা, বেলজিয়াম, আমেরিকা, ডেনমার্ক সহ আরও অনেক ‘চরম সুখী’ কান্ট্রি চলে গিয়েছে। প্রথম আরব দেশ বাহরাইন ১২০ নম্বরে। বাংলাদেশ ১২১[৫ - ২০১৬]
·      পশ্চিমা বিশ্বে, পুরুষরা নারীদের থেকে বেশি আত্মহত্যা করে, কিন্তু মহিলারা আত্মহত্যার চেষ্টা বেশি করে। [১ – ২০১১]
·      পৃথিবীর ৩০% আত্মহত্যার মূলে রয়েছে মদ্যপান। [ – ২০১৬]
·      পৃথিবীর ৪০% আত্মহত্যা স্রেফ ভারত, চায়না আর জাপানেই ঘটে যায়। [১ – ২০১১]
·      পৃথিবীর অনেক দেশে (যেমনঃ সুইডেন, বেলজিয়াম) ডাক্তারের সহায়তায় আত্মহত্যা বৈধ। [১১ – ২০১৯]
·      প্রতি ১৬.২ মিনিটে একজন আত্মহত্যা করে। [৩ - ২০১৪]
·      প্রতি ২৫ চেষ্টায় একটি আত্মহত্যা হয়। এবার ভেবে দেখুন, কত্ত বেশি আত্মহত্যার প্রচেষ্টা চালানো হয়। [৩ - ২০১৪]
·      প্রতি ২৮ সেকেন্ডে একজন আত্মহত্যার প্রচেষ্টা চালায়। [১০ – ২০১৬]
·      প্রতি ৪০ সেকেন্ডে একজন আত্মহত্যা করে। [১ – ২০১১]
·      প্রতি বছর ১০ লাখ মানুষ আত্মহত্যা করে। [১ – ২০১১]
·      প্রতিদিন ৩০০০ জন আত্মহত্যা করে। [১ – ২০১১]
·      বয়ঃসন্ধিকালে থাকা অবস্থায় যেসব আত্মহত্যা হয়, তার ৭০% মদ বা মাদকের অপব্যবহারের ফলে হয়ে থাকে। ৩৫ বছরের নিচের মানুষদের আত্মহত্যার ৩৩% হয়ে থাকে উক্ত কারনের জন্য। [১ – ২০১১]
·      বাংলাদেশে প্রতি বছর লাখে প্রায় ৪০ (৩৯.৬) জন আত্মহত্যা করে। লাখে ৩০ জন হলেই তাকে অত্যন্ত বেশি রেট বলে ধরা হয়। সুতরাং বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। বেশিরভাগের বয়স ৪০ বছরের নিচে। তবে একটি জিনিস লক্ষণীয়। এটি অভ্যন্তরীণ হিসাবআন্তর্জাতিক হিসাবে সেটি মাত্র ৫.৯ব্যাপারখানা কি? [৭ – ২০১৬] [১০ – ২০১৯]
·      গ্রিনল্যান্ড এ আত্মহত্যার হার লাখে ৮৩ জন। লক্ষ্য করুন, এটি উচ্চহার মাত্রারও প্রায় ৩ গুণ বেশি। [ – ২০১৩]
·      বাংলাদেশে সবচেয়ে বেশি আত্মহত্যা করে ২০-২৯ বছর বয়সিরা। [৭]
·      বিশ্বে ৫০০০ থেকে ১৫০০০ মানুষের মধ্যে একজন আত্মহত্যা করে।[ – ২০১৬]
·      বিশ্বের বেশিরভাগ দেশে, অতিরিক্ত মাদক গ্রহণ ৩ ভাগের ২ ভাগ নারীদের আত্মহত্যার কারণ। পুরুষদের ক্ষেত্রে তা ৩ ভাগের ১ ভাগ। [১ – ২০১১]
·      ভুটান কে অত্যন্ত সুখী দেশ হিসেবে বিবেচনা করা হয়। সেখানেও আত্মহত্যার হার প্রায় ১১.৪, যা তুলনামূলকভাবে বেশি। [১১ – ২০১৯]
·      মদ্যপানকারী মানুষদের, সাধারণ মানুষের তুলনায় আত্মহত্যা করার সম্ভাবনা ৫ থেকে ২০ গুণ বেশি। [১ – ২০১১]
·      মহিলাদের  তুলনায় পুরুষদের আত্মহত্যার রেট অনেক বেশি। ৭৯% আত্মহত্যা পুরুষদের। মহিলারা আত্মহত্যা করার চেয়ে আত্মহত্যার  চিন্তা বেশি করে।  [৫ - ২০১৬] [৩ - ২০১৪]
·      মাদক সেবনকারীদের আত্মহত্যা করার সম্ভাবনা সাধারণ মানুষের তুলনায় ১০ থেকে ২০ গুণ বেশি। [১ – ২০১১]
·      যুক্তরাজ্যে ৪৫-৪৯ বছর বয়সী পুরুষরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে। [২০১৭]
·      শেষ দশ মানে যেসব জায়গায় আত্মহত্যার রেট সবচেয়ে কম, তার মধ্যে চারটি মুসলিম কান্ট্রি। [৫ - ২০১৬]
·      সমগ্র পৃথিবীতে প্রতি বছর লাখে ১৬ জন আত্মহত্যা করে। [১ – ২০১১]

·      হোমোসেক্সুয়ালদের মধ্যে আত্মহত্যার হার সাধারণ মানুষদের তুলনায় বহুগুণ বেশি। সেটা অবশ্য তাদের সাথে অন্যদের দুর্ব্যবহার এর কারণে। [১০ – ২০১৫] 

Post a Comment

0 Comments