সফলতার গোপন তত্ত্ব


সফলতার গোপন তত্ত্ব সময়ের সঠিক ব্যবহারের মধ্যে নিহিত। আমাদের মধ্যে অনেকেই সঙ্গতভাবে ভুলে যাই যে সময় অমুল্য, জীবন সিমিত। সময় অস্থির। এই পৃথিবী হতে মৃত্যু যে কখন আমাদের ডেকে নিয়ে যাবে, আমরা তা জানিনা। এই সিমিত ও অনিশ্চিত সময় কালের মধ্যে আমাদের অনেক কিছু করার আছে। আমরা যদি অলসতাকে আমাদের অমুল্য মুহূর্ত গুলো দিয়ে দিই, তাহলে আমাদের এই সিমিত সময়ের পরিমাণ আরও কমে আসবে। সফলতা অর্জন কঠিন হয়ে উঠবে এবং আমরা কষ্টে নিপতিত হব। আমাদের চেষ্টায় সফলতা আসবে কেবল যদি আমরা আমাদের প্রতিটি মিনিটকে সঠিক ভাবে কাজে লাগাই। সময় একবার যা চলে যায়, সর্বকালের জন্যই হারিয়ে যায়। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। যে ছেলেটি নিজের শিক্ষা মাথায় নেয় না সে নিজের দুঃখ বুঝবে যখন সে পুরুষ হয়ে উঠবে। সে নিশ্চিত ভাবেই বুঝবে যে সে নিজেকে শিক্ষিত করার সুযোগ খুইয়ে বসেছে।  যে তরুণ ছেলে কাজ-ভিতু এবং নিজের সময় অলসতায় কাটিয়ে দেয়, সে নিশ্চিত ভাবেই এক সময় পাবে যখন নিজেকে নিজের উপর এবং অন্যদের উপর বোঝা হিসেবে পাবে। কিছু মানুষ আছে যারা বলে বই পড়ার জন্য তাদের কোন সময় নেই, সহজ ভাষায় বলতে গেলে দেহ ও আত্মোন্নয়ন এর জন্য সময় নেই। তারা শুধুই নিজেদের সাথে প্রতারণা করে। তারা যদি কঠোর পরিশ্রমী ও সময়ানুবর্তী হয়, তারা সবকিছু করার জন্য সময় পাবে। সত্য অর্থে, সবচেয়ে ব্যস্ত মানুষই সর্বশ্রেষ্ঠ অবসর পায়, কারণ সে নিজের কাজ ক্রমাগত করে যায় আর সেদিন যে কাজটি করতে পারবে, তা পরের দিনের জন্য ফেলে রাখে না।[1] ফাখর আল-দ্বীন আর-রাযীর মতো শ্রেষ্ঠ স্কলারের জীবন আমাদের জন্য একটি বাস্তব উদাহরণ। তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন কারণ তিনি নিজের সময় সঠিক ভাবে কাজে লাগিয়েছিলেন।[2] ইতিহাসে তারাই নিজেদের পদচিহ্ন রেখে গিয়েছেন যারা নিজেদের সময় সঠিকভাবে ব্যবহার করেছিলেন।

S.S.C: English 1st Paper, Jessore Board – 2017Passage A (অনুবাদকৃত, ঈষৎ পরিবর্তিত)


1. You pile up enough tomorrows, and you’ll find you are left with nothing but a lot of empty yesterdays – Harold Hill

2. খবর-টবর নিয়ে দেখতে পারেনঃ https://www.youtube.com/watch?v=J8DeUm7NDb4

Post a Comment

0 Comments